অক্ষর শিশু

নতুন (এপ্রিল ২০১২)

প্রজ্ঞা মৌসুমী
  • ৪৫
পৃথিবীটা তখন এক ডাকবাক্স হয়।
ভাসন্ত মহাশূন্যের, অশরীরী ডাকপিয়ন জায়গা নেয়-
জন্মদাতার সাদা নিঃশ্বাস মেশানো, ডাকগাড়ির জানালায়।
যিনি স্বর্গের ডাকঘরে বসে ভ্রুণ-খামে ঠিকানা বানায়।

বয়ঃসন্ধির গুলাব-জলে, মিঠে ডাকচিঠি ডুবে যায়
প্রাপকের যৌগিক বুনোডাক আর ভালোবাসায়-
ন-মাসিক কচি ডাকটিকিটের মুখ, নরম আঠায়,
আনকোরা ঠোঁটে লাল কথা খায়...

খেলা করে অক্ষরের ছানা, ক্রোমোজোমের গুহায়।
হয়তো ডুবু-ডুবু মেয়ে-স্বরবর্ণের ঘ্রাণ গর্ভের কোণায়
কে জানে, হয়তোবা অদেখা ব্যঞ্জনবর্ণ কোন জল-বিছানায়...

কচুরিপানার স্তব্ধ অন্ধকারে, যে বেগুনি যাদুঘর ঘুমোয়
স্বরসন্ধির আলোরা, থাকে তার পাহারায়।

মিনিট-সেকেন্ডের অফিস পাড়ায়-
কেরানি শব্দকাঁটা শেষ ফাইল আনে ডাকঘন্টায়।
গর্ভিণী 'শব্দকর' তখনও নতজানু অপেক্ষায়...
তুলবে নতুন 'শব্দার্থ' শব্দকোষের নাগরদোলায়।

অবশেষে জন্ম নেয়-
আরো এক অক্ষর-শিশু! ছুটে যায় বর্ণমালায়!
হাতে 'প্রজন্ম' ঝুমঝুম! ঝুলিতে ডাকবিভাগ! চোখে পিল্‌পিল্‌ প্রত্যয়!

সদ্যজাত মুখ বড় হয়-
কালো স্লেটের অক্ষরবেলা থেকে কৈশোরের বাক্যবেলায়।
মাঝে পুঁতি পুঁতি ধ্বনি-দাঁত চিবোয়
ব্যাকরণ; অতঃপর কিংবদন্তী ভাষাদেহ দাঁড়ায়!

অক্ষরজীবী, তোমাকে আশীর্বাদ! ডুবিয়ে দাও- কালজয়ী অক্ষরমালায়,
শব্দে! বাক্যে! ভাষায়!
বিধ্বস্ত সাদা পৃষ্ঠার অহর্নিশ পরাজয়!




** অক্ষরজীবী= লেখক, শব্দকোষ= অভিধান
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস কে পরশ পুরোটাই ভালোলাগলো শুভেচ্ছা কবির জন্য
বিন আরফান. কবিতা অসাধারণ হয়েছে. // অপ্রাসঙ্গিক কিছু কথা, ** অক্ষরজীবী= লেখক, শব্দকোষ= অভিধান = এর দরকার ছিলনা. অতীব পন্ডিিতর বহির্প্রকাশ দেখা গেছে. //
রোদের ছায়া শব্দ আর উপমার ভিরে মূল ভাবটা ধরতে সময় লাগলো ...........গভীর চিন্তার মিশেল কবিতাকে অন্য রকম একটা স্থানে নিয়ে গেছে ..........সাধনার মূল্যায়ন হচ্ছে এটাই বড় কথা /
মৃন্ময় মিজান কাব্যে ভেরিয়েশন লক্ষ্য করছি...যদিও এখানে একটু খটমটোর উপস্থিতি চোখে পড়ল। কবিতায় ভাবের চেয়ে বক্তব্য প্রধান হয়ে উঠেছে, এই কারণে কিনা জানিনা, আগের কবিতাগুলোর মত প্রাণ পেলামনা। তবে এটা আমার সীমাবদ্ধতা হবার সম্ভাবনাই বেশী। .....
বিষণ্ন সুমন গল্পকবিতার নতন নিয়মের বেড়াজালে এত্ত সুন্দর কবিতাটি পুরস্কৃত হবার সুযোগ হারালেও আমাদের পাঠককুলের ভালবাসায় ঠিক'ই পয়লা নম্বরে জায়গা নেবে, তা বলাই বাহুল্য । লিখে যাও মিস্টি মেয়ে এমনি সব মিষ্টি কবিতা আজীবন - আমাদের সবার জন্য ।
প্রজ্ঞা মৌসুমী ইদানিং আমি কচ্ছপ হয়ে গেছি...মনে হয়ে কচ্ছপের থেকেও শ্লথ। সবকিছু জমে গেছে... তার মধ্যে পড়ে গেল আপনাদের মূল্যবান মন্তব্য। অনেক অনেক ধন্যবাদ।
সেলিনা ইসলাম আপনার কবিতায় শব্দ আর উপমার বেশ ছড়াছড়ি থাকে -আপনার ভাবনাগুলোতে মুগ্ধ না হয়ে উপায় নেই --তবে আপনার এই কবিতাটিতে যতি ও ছেদের কাজটা আরো একটু করলে কবিতা পাঠে তৃপ্তি পাওয়া যেত বলে মনে হল -মনে হয় আপনি কবিতায় যত্নটা একটু কম নিয়েছেন ।এছাড়া আপনার চেতনা ও কবিতা খুব ভাল লেগেছে । আপনার জন্য রইল অনেক শুভকামনা
নীলকণ্ঠ অরণি ও প্রজ্ঞা আপু, কবিতা টা তুমি নিজে এসে আমাকে একটু বুঝিয়ে দিয়ে যেও, সব কিছু ঘোলাটে, শুধু এক একটি উপমা আর শব্দকে ভীষণ ভালো লাগছে
ঝরা এমন ভাবনা যা কবিতায় রূপ নিল তা সত্যিই মুগ্ধকর।
মোহন চৌধুরী কবিতা জটিল হয়েছে

১০ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪